নির্বাচিত লেখা

দাসপ্রথার বিরুদ্ধে রসুলাল্লাহর (সা.) সংগ্রাম

আল্লাহর রসুল (সা.) মানুষ কেনাবেচার দাসত্ব প্রথাকে নির্মূল করার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। এই সংগ্রাম কেবল যে কাফেরদের বিরুদ্ধে তা নয়......

শর্তসমূহ

নির্মোহ ব্যবহারে নিম্নোক্ত শর্তগুলো মেনে চলতে হবে। 

  • নির্মোহ সম্পূর্ণ একটি অনলাইনভিত্তিক সৃজনশীল প্রকাশনা। 
  • লেখক হলে নির্মোহ-এর কপিরাইট নীতিমালা লঙ্ঘন করা যাবে না। ভঙ্গ করলে লেখকের প্রকাশিত সকল তথ্য ও লেখা মুছে ফেলা হবে। এর জন্য নির্মোহ ও সম্পাদক কোনোভাবে দায়বদ্ধ থাকবে না। 
  • লেখার ব্যাপারে কোনো দ্বিমত বা আপত্তি থাকলে যোগাযোগ করুন এবং আপনার অভিযোগ জানান। সত্যতা যাচাই হলে নির্মোহ সম্পাদক উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং আপনাকে প্রত্যুত্তর জানাবেন। 
  • নির্মোহ-এ প্রকাশিত লেখা সামাজিক যোগাযোগ সাইট ব্যতীত অনলাইনে অন্যত্র নিজের নামে পুনরায় প্রকাশ করা যাবে না। 
  • নির্মোহ-এ প্রকাশিত লেখা সামাজিক যোগাযোগ সাইট লেখকের নাম উল্লেখ ব্যতীত প্রকাশ করা যাবে না, তবে নির্মোহের শেয়ার অপশনের মাধ্যমে শেয়ার করতে পারবেন। 
  • লেখক যদি তাঁর কোনো লেখা মুছে ফেলার অনুরোধ করেন, তবে মুছে ফেলা হবে। 
  • নির্মোহ লেখা প্রকাশের জন্য কোনো ধরণের ফি বা চার্জ গ্রহণ করে না এবং লেখককে (এখন পর্যন্ত) কোনো সম্মানী প্রদান করে না। 
  • ভিজিটর, ব্যবহারকারী, লেখকের ব্যক্তি তথ্য নিরাপত্তার ব্যাপারে নির্মোহ-এর ব্যক্তিসুরক্ষা নীতিমালা রয়েছে। সেগুলো সকলের জন্য প্রযোজ্য হবে।   
  • লেখার কমেন্টে কোনো ধরণের অনৈতিক, অশালীন, আক্রমণাত্মক, ধর্মীয় ও মুক্তিযুদ্ধ চেতনাবিরোধী, রাষ্ট্রদ্রোহী, দেশের প্রচলিত আইনবিরোধী কথা বা ছবি বা ভিডিও বা লিংক রাখা যাবে না।