নির্মোহ সৃজনশীল লেখার স্বত্ত্বাধিকারকে সম্মান ও গুরুত্ব প্রদান করে। এখানে প্রকাশিত সকল লেখার কপিরাইট কেবলমাত্র স্ব স্ব লেখক বা কবির।
আপনি যদি নির্মোহে প্রকাশিত লেখাগুলো অন্যত্র প্রকাশ বা শেয়ার করতে চান তবে নিম্নের নিয়মগুলো অবশ্যই মেনে চলতে হবে। অন্যথায় নির্মোহ অথবা স্বয়ং লেখক আপনার বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগে জাতীয় অথবা আন্তর্জাতিক আইননুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অধিকার রাখে।
১. লেখকের অনুমতি ছাড়া বা সুস্পষ্ট লেখকের নাম কার্টেসি উল্লেখব্যতীত নির্মোহে প্রকাশিত কোনো লেখা আংশিক বা সম্পূর্ণ বা পরিমার্জন করে অন্যত্র প্রকাশ বা শেয়ার করা যাবে না।
২. সোশ্যাল সাইটে লেখা শেয়ার করতে চাইলে লিংকসহ শেয়ার করতে পারেন।
৩. নির্মোহ লেখকের সাথে কোনো ধরণের অর্থনৈতিক সম্পর্ক বা চুক্তিবদ্ধ নয়। লেখা পড়ে লেখককে সম্মানী দিতে চাইলে নিজ দায়িত্বে লেখকের সাথে যোগাযোগ করুন। লেখকের সাথে যোগাযোগ করার জন্য আমরা লেখার নিচে লেখকের ফেসবুক লিংক যোগ করে দিয়েছি।
৪. নির্মোহে প্রকাশিত কোনো লেখা যদি আপনার বা আপনার পরিচিতের হয় এবং আপনি তা মুছে ফেলার অনুরোধ করেন, আমরা উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তা মুছে ফেলবো। আমাদের সাথে যোগাযোগ করুন।
৫. নির্মোহে প্রকাশিত লেখা লেখকের অনুরোধসাপেক্ষে যেকোন সময় মুছে ফেলা বা পরিমার্জন করা হবে।
৬. নির্মোহে প্রকাশিত সকল লেখার দায়ভার স্ব স্ব লেখকের।
মন্তব্য করুন এখানে